বলিউডে যৌন হয়রানির অভিযোগ প্রিয়াংকা চোপড়ার

By স্টার অনলাইন রিপোর্ট
22 October 2017, 08:28 AM
UPDATED 22 October 2017, 14:36 PM

হলিউডের শীর্ষ প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনের বিরুদ্ধে যখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ যৌন হয়রানির অভিযোগ তুলছেন, এমন সময় এমন অভিযোগের ঢেউ এসে আছড়ে পড়ছে বলিউড পাড়াতেও।

গত সপ্তাহে পূজা ভাটের অভিযোগের পর এবার বলিউডে যৌন হয়রানির অভিযোগ তুললেন “মুঝে শাদি করগি”-খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রিয়াংকা বলেন, কুখ্যাত এই মানুষেরা সব জায়গাতেই রয়েছে। এমনকি, ভারতেও।

প্রিয়াংকার মন্তব্য, “এটি শুধুমাত্র যৌন হয়রানিই নয়। আমি মনে করি, এটি তাদের ক্ষমতা দেখানোর একটি পথ। তারা তাদের পাশে নারীদের দেখতে চান। তারা মনে করেন এর মাধ্যমে ক্ষমতা দেখানো যায়।”

হার্ভি ওয়েইন্সটিনের মতো অসভ্য লোক বলিউডেও রয়েছে কী না, এমন প্রশ্নের জবাবে “বেওয়াচ” অভিনেত্রী বলেন, “একজন বা দুজন নয়, এমন লোকের সংখ্যা বলিউডেও অনেক।”

শুধুমাত্র হলিউড বা বলিউড নয় হার্ভি ওয়েইন্সটিনের মতো নারী নির্যাতনকারী মানুষ সারা দুনিয়াতেই রয়েছে বলে যোগ করেন প্রিয়াংকা চোপড়া। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 

আরও পড়ুন:

বলিউডেও অসভ্য লোক রয়েছে: পূজা ভাট