প্রভাসের প্রত্যাবর্তন

By স্টার অনলাইন রিপোর্ট
23 October 2017, 12:18 PM
UPDATED 23 October 2017, 19:11 PM

“বাহুবলি”-খ্যাত তারকা প্রভাসকে আবারও দেখা যাবে সুপার হিরো সিনেমায়। আজ (২৩ অক্টোবর) তাঁর জন্মদিন উপলক্ষে প্রকাশিত নতুন ছবি “সাহো”-র পোস্টারে এই ভারতীয় অভিনেতাকে দেখা যায় কালো পোশাকে, মুখোশ দিয়ে মুখটি আংশিক ঢাকা।

কুয়াশা ঘেরা শহরের একটি পথে হেঁটে যাচ্ছেন প্রভাস। মাথা নিচু করে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন তিনি। তবে চোখের চাহনিতে স্পষ্ট একটি ভয়ঙ্কর ভাব। এছাড়াও, প্রভাসের পেছনে দেখা যায় একটি ক্রাইম সিনের অংশ। ছবিটি দেখে যে কারও মনে কৌতূহল জাগতে পারে।

সুজিত পরিচালিত “সাহো” ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন নীল নিতিন মুকেশ।

এ চলচ্চিত্রটি একই সঙ্গে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় তৈরি হচ্ছে। খবর, টাইমস অব ইন্ডিয়ার।