মঞ্চে আসছেন সেলেনা গোমেজ

By স্টার অনলাইন রিপোর্ট
28 October 2017, 07:32 AM
UPDATED 28 October 2017, 15:56 PM

অনেকদিন তাঁকে মঞ্চে দেখা যায়নি। প্রেমে বিচ্ছেদের পর দেখা দেয় শারীরিক অসুস্থতা। সব মিলিয়ে বেশ হতাশার মধ্যে পড়েছিলেন তিনি। তবে ভেঙ্গে পড়েননি। “কাম অ্যান্ড গেট ইট”-খ্যাত সেলেনা গোমেজকে খানিক বিরতির পর আবারও দেখা যাবে মঞ্চে।

আগামী ১৯ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে বসছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের আসর। সেই আসরে লাইভ পারফর্ম করার ঘোষণা দিয়েছেন এই তরুণ পপশিল্পী। এ বছরের শুরুর দিকে সেলেনার কিডনি প্রতিস্থাপনের পর এবারই প্রথম তাঁকে দেখা যাবে কোন পাবলিক অনুষ্ঠানে।

উল্লেখ্য, এ বছর সেলেনা দুটি একক গান “ব্যাড লায়ার” এবং “ফেতিশ” প্রকাশ করলেও তাঁকে এর প্রচারণায় নামতে দেখা যায়নি। সারা দুনিয়ায় দুই কোটি ২০ লাখ কপির বেশি বিক্রি হলেও প্রচারণায় তাঁর অনুপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা।

গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানায় ঘনিষ্ঠ বান্ধবী ফ্রান্সিয়া রাইসার পাশে শোয়া অবস্থায় একটি ছবি পোস্ট করে সেলেনা তাঁর কিডনি প্রতিস্থাপনের খবর জানান ভক্তদের। তাঁদের উদ্বেগের জন্যে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। আরও জানান, রাইসাই তাঁকে কিডনি দান করেছেন।

এমটিভি, বিলবোর্ডসহ বিভিন্ন সম্মানজনক পুরস্কারে ভূষিত এই মার্কিন শিল্পী গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি ‘ফলোড পারসন’।

এদিকে, অসুস্থতার পর বেশ কয়েকবার তাঁর দেখা হয়েছিলো সাবেক প্রেমিক ও সংগীতক্রেজ জাস্টিন বেবরের সঙ্গে। তাঁদের সময় এখন কিছুটা ভালো কাটছে বলে জানিয়েছে বিখ্যাত বিনোদন পত্রিকা ইউএসউইকলি।