বহুল আলোচিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেইলার প্রকাশ

By স্টার অনলাইন রিপোর্ট
7 November 2017, 10:02 AM
UPDATED 7 November 2017, 16:33 PM

সালমান খান এবং ক্যাটরিনা কাইফের বহুল আলোচিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। হলিউডি ধাঁচের এই বলিউড অ্যাকশন ছবিটিতে সালমানকে দেখা যাবে ইরাকে নিয়োজিত গোয়েন্দা মিশনের একজন সদস্য হিসেবে।

গতকাল (৬ নভেম্বর) ট্রেইলারটি ইউটিউবে প্রকাশিত হওয়ার এখন পর্যন্ত তা পেয়েছে সাত লাখ ৬৮ হাজারের বেশি ভিউয়ার।

২০১২ সালের ‘এক থা টাইগার’-এর নতুন এই কিস্তিতে সালমান হাজির হয়েছেন সেই সিনেমার সহ-অভিনয় শিল্পী ক্যাটরিনা কাইফকে নিয়ে। তাই ব্যবসা সফল ‘টাইগার’ সিরিজের নতুন কিস্তি নিয়ে ছবিটির নির্মাতা ও বলিউড প্রেমীদের ভেতর প্রবল আগ্রহ রয়েছে।

ট্রেইলারটি প্রকাশিত হওয়ার পর অ্যাকশন-ধর্মী এ ছবির পরিচালক আলী আব্বাস জাফর গণমাধ্যমকে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “ট্রেইলারটির প্রতি সংবাদমাধ্যম ও দর্শকদের গভীর আগ্রহ দেখে আমি মুগ্ধ। পুরো ছবিটি দেখার জন্যে সবাই কেমন যেন অধীর হয়ে রয়েছেন!”

‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।