অপূর্ব’র গানের অনুরাগী মৌসুমী

By স্টার অনলাইন রিপোর্ট
8 November 2017, 08:23 AM
UPDATED 8 November 2017, 14:57 PM

অপূর্ব ভালো গান করেন, তাঁর গান শুনে অনুরাগ জন্মে মৌসুমী হামিদের। একটু একটু করে অপূর্ব’র প্রতি দুর্বলতা বাড়তে থাকে তাঁর। কিন্তু মৌসুমীর অন্য ছেলে বন্ধু বিষয়টি মেনে নিতে পারেন না। ঢাকার বাইরে একটি রিসোর্টে বেড়াতে গিয়েই পরিচয় হয় তাঁদের। এগিয়ে যায় নাটকের গল্প।

‘মনোবাস’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন শাখাওয়াত মানিক এবং লিখেছেন শাফিকুর রহমান শান্তুনু।

আগামীকাল (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টিভিতে নাটকটি প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন অপূর্ব, মৌসুমী হামিদ, এসএন জনি ও সানজানা রিয়া।

পরিচালক শাখাওয়াত মানিক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গল্পটি বেশ রোমান্টিক। গৎবাঁধা গল্পের বাইরে গিয়ে গল্প বলার চেষ্টা করেছি। দর্শকদের ভালোলাগার গল্প নিয়েই নাটকটি নির্মাণ করার চেষ্টা করা হয়েছে।”