মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে জেসিয়া ইসলাম

By স্টার অনলাইন রিপোর্ট
12 November 2017, 08:05 AM
UPDATED 12 November 2017, 15:23 PM

চীনের সানাইয়া শহরে বসেছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৭তম আসর। সে আসরে সগর্বে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। শুধু তাই নয়, তিনি এখন ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে।

এক ফেসবুক পোস্টে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আজ (১২ নভেম্বর) সকালে এই সুখবরটি জানান সবাইকে। তিনি লিখেন, “… আমার প্রিয় বন্ধু, পরিবার ও দেশবাসীর দোয়ায় আমি মিস ওয়ার্ল্ড ২০১৭ এর সেরা ৪০ জনের তালিকায় নির্বাচিত হয়েছি।”

এছাড়াও, প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এও বিজয়ী হওয়ার খবরটি তিনি তাঁর পোস্টের মাধ্যমে জানান। আটটি দলে বিভক্ত এই প্রতিযোগিতায় অপর বিজয়ীরা হলেন: মিস ইতালি, মিস আর্জেন্টিনা, মিস নেপাল, মিস ফ্রান্স, মিস কলম্বিয়া, মিস মঙ্গোলিয়া এবং চীনের মিস ম্যাকাউ।

জেসিয়া ইসলামের এই অর্জন একজন বাংলাদেশি হিসেবে এই প্রথম। প্রতিযোগিতার পরবর্তী পর্বগুলোতে ভালো করার আশায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সেরা তিনজন সুন্দরী নির্বাচন এর পাশাপাশি ‘মিস ওয়ার্ল্ড’-এর ইতিহাসে এবারই প্রথম আটজনকে প্রতিযোগীকে আটটি মহাদেশের সেরা সুন্দরী বা ‘কন্টিনেন্টাল কুইন’ খেতাব দেওয়া হবে। প্রতিযোগিতায় মহাদেশগুলো হলো: এশিয়া, আফ্রিকা, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, ওশেনিয়া, ক্যারিবিয়ান, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা।

আগামী ১৮ নভেম্বর সানাইয়া শহরে নতুন ‘মিস ওয়ার্ল্ড’-কে মুকুট পরিয়ে দিবেন পুয়ের্তো রিকোর বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

আরো পড়ুন:

জেসিয়া ইসলাম নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, বাদ জান্নাতুল নাঈম