‘তোমাদের শহরে’ আসিফ

By স্টার অনলাইন রিপোর্ট
15 November 2017, 08:39 AM
UPDATED 15 November 2017, 14:51 PM

“তোমাদের শহরে আমি বড় অসহায়, কণ্ঠে বাঁধি কত সুর, জানালার বাহিরে শুনি কত কোলাহল, এক চিলতে রোদ্দুর”- গানের এমন কথা নিয়ে আসছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

আসিফের নতুন গান ‘তোমাদের শহরে’-এর কথা লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সী। বর্তমানে গানটির মিউজিক ভিডিও তৈরির প্রস্তুতি চলছে।

আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানটি আমার অন্য গানের চেয়ে অনেকখানি ভিন্ন। গানের কথাতেও ভিন্নতা রয়েছে। শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আশা করি।”

গানটির বেশ খানিক কাজ বাকি রয়েছে উল্লেখ করে আসিফ আরো জানান, নতুন এ গানটি ছাড়াও ‘নেই প্রয়োজন’ শিরোনামের একটি গানের মিউজিক শীঘ্রই প্রকাশ করা হবে।