শুটিংয়ের আগেই পোস্টার!

By স্টার অনলাইন রিপোর্ট
16 November 2017, 10:14 AM
UPDATED 23 November 2017, 17:01 PM

বলিউডের স্বনামধন্য অভিনেত্রী শ্রীদেবী চান না তাঁর কন্যা জাহ্নবী কাপুর অভিনয়ে আসুক। সে আপত্তি সত্ত্বেও শ্রীদেবী-কন্যার অভিষেক নিয়ে আলোচনা চলছিলো দীর্ঘ দিন থেকেই। একইভাবে আলোচনায় ছিলেন শহিদ কাপুরের ভাই ঈশান খাত্তার।

শুধু তাই নয়, বলিউডে নতুন মুখের ভীষণ প্রয়োজন- চলচ্চিত্র বোদ্ধাদের এমন মন্তব্যের প্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত নতুন মুখের সম্ভাব্য তালিকায় প্রথমেই ছিলো জাহ্নবী ও ঈশানের নাম। অবশেষে, ‘ধাড়াক’ ছবির পোস্টার প্রকাশের মাধ্যমে চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে প্রথম দেখা এই জুটির উপস্থিতি।

অবশেষে, করণ জোহরের হাত ধরে শ্রীদেবী কন্যার অভিষেক হলো বলিউডে। গতকাল (১৫ নভেম্বর) ‘ধাড়া’ ছবির পরিচালক করণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির পোস্টারের তিনটি ছবি প্রকাশ করে জাহ্নবী-ঈশান জুটির অভিষেকের বিষয়টি নিশ্চিত করেন।

করণ বলেন, “চলচ্চিত্রে নতুন প্রতিভাকে আমরা জোরালোভাবে সমর্থন করি। এক দল নতুন চলচ্চিত্র পরিচালক, টেকনিশিয়ান এবং অভিনয়শিল্পী আমাদের প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছেন। প্রতিভাবান নতুন অভিনয়শিল্পী জাহ্নবী এবং ঈশান আমাদের সঙ্গে সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন।”

ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ধাড়া’ ছবিটির শুটিং আগামী মাসে রাজস্থানে শুরু হবে। ছবিটিতে অভিনয়ের জন্যে জাহ্নবী এবং ঈশান গত ছয়মাস ধরে কাজ করে যাচ্ছেন।