প্রসঙ্গ ‘পদ্মাবতী’: এবার রাখি সাওয়ান্তকে হুমকি

By স্টার অনলাইন রিপোর্ট
17 November 2017, 10:47 AM
UPDATED 17 November 2017, 16:53 PM

ভারতে ‘পদ্মাবতী’ নিয়ে হৈচৈ যেন থামছেই না। পরিচালক সঞ্জয় লীলা বানশালি তাঁর নতুন চলচ্চিত্রটিতে ইতিহাস বিকৃত করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে বেশ উত্তাল দেশটির ফিল্মিপাড়া।

রাজস্থান রাজ্যের হিন্দু চরমপন্থি দল ‘রাজপুত করনি সেনা’ চলচ্চিত্রটির পক্ষ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছে। তারা ছবিটির পরিচালককে হত্যার হুমকিও দেয়।

তাদের সেই হুমকির তালিকায় রয়েছেন ‘পদ্মাবতী’ ছবির নাম চরিত্রে অভিনয় করা বিশিষ্ট অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার যোগ হলো জনপ্রিয় আইটেম গার্ল রাখি সাওয়ান্তের নামও।

রাখি সবাইকে ‘পদ্মাবতী’ দেখার অনুরোধ জানান এবং এটি দেখার জন্যে তাঁর তীব্র আগ্রহের কথাও বলেন। ছবিটিতে দীপিকা দুর্দান্ত অভিনয় করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

‘মোহাব্বত হ্যায় মিরচি’ আইটেম গান-খ্যাত এই অভিনেত্রী আরো বলেন, “বানশালি একটি চমৎকার ছবি বানিয়েছেন। শুধু দেশে নয় দেশের বাইরে যাঁরা রয়েছেন তাঁরাও যেন ছবিটি দেখেন।” কিছু লোক এটি নিয়ে অযথাই হৈচৈ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

‘পদ্মাবতী’-র পক্ষে রাখির এমন জোরালো অবস্থান নেওয়ায় করন সেনার সদস্যরা এবার ক্ষেপেছেন তাঁর ওপর।

ছবিটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

আরো পড়ুন: বিতর্কে পড়ছে সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবতী’