‘পদ্মাবতী’ নিয়ে সুর পাল্টাচ্ছে বিরোধীপক্ষ

By স্টার অনলাইন রিপোর্ট
23 November 2017, 07:41 AM
UPDATED 23 November 2017, 14:52 PM

বলিউডের বিশিষ্ট পরিচালক সঞ্জয় লীলা বানশালির ঐতিহাসিক চলচ্চিত্র ‘পদ্মাবতী’ নিয়ে ভারত জুড়ে চলছে তুমুল বিতর্ক। শুধু তাই নয়, বানশালি ও ছবির প্রধান অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথার দাম ধরা হয়েছে ১০ কোটি রুপি।

এমন পরিস্থিতিতে সুর পাল্টালো ছবিটির বিরোধিতাকারী সংগঠন শ্রী রাজপুত করনি সেনা। গতকাল (২২ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে তোলা হয় ভিন্ন এক দাবি।

সেনাদের দাবিতে বলা হয়, যদি রাজস্থানের মেওয়ার রাজপরিবারের সদস্যদের সামনে ‘পদ্মাবতী’ প্রদর্শন করা হয় এবং তা দেখে তাদের কেউ আপত্তি না তোলেন তাহলে সংগঠনটি ছবিটির বিরুদ্ধে চলমান আন্দোলন তুলে নিবে।

১৪ শতকে রাজস্থানের চিত্তরের শাসক রাওয়াল রতন সিং এর সরাসরি বংশধর এবং মেওয়ার রাজপরিবারের প্রধান অরবিন্দ সিং ‘পদ্মাবতী’-র পরিচালক বানশালির সঙ্গে আপস-মীমাংসার প্রস্তাব দেওয়ার চারদিন পর সংগঠনটির পক্ষ থেকে সুর নরম করা হলো।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বার্তায় অরবিন্দ সিং মেওয়ার বলেন, “লাখ লাখ মানুষের অনুভূতিতে আঘাত দিলে তা মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে গণ্য করা হবে না।”

বার্তায় ইতিহাস বিকৃতি এবং রাজপুতদের অতীত গৌরব ও ঐতিহ্যকে হেয় করার কোন প্রচেষ্টাকে সহ্য করা হবে না বলেও উল্লেখ করা হয়। খবর, টাইমস অব ইন্ডিয়ার।

আরো পড়ুন:

পুলিশি প্রহরায় দীপিকার বাবা-মা