এলকে আদভানি, মুলায়াম সিং যাদবকে ‘গেম অব অযোধ্যা’ দেখার আমন্ত্রণ

By স্টার অনলাইন রিপোর্ট
27 November 2017, 10:36 AM
UPDATED 27 November 2017, 20:08 PM

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ‘গেম অব অযোধ্যা’। তাই, এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাওয়া সুনীল সিং ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সহ-প্রতিষ্ঠাতা এলকে আদভানি এবং উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সাবেক প্রধান মুলায়েম সিং যাদবকে।

একজন হিন্দু যুবক ও মুসলমান তরুণীর মধ্যে প্রেমকাহিনি নিয়ে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন ‘সারফারোশ’-খ্যাত অভিনেতা মাকরান্দ দেশপান্ডে, ‘পিঞ্জর’-খ্যাত সবিতা বাজাজ প্রমুখ।

আগামী ৮ ডিসেম্বর ‘গেম অব অযোধ্যা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এমনাবস্থায় আদভানি এবং মুলায়েম সিংয়ের জন্যে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন পরিচালক।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে সুনীল সিং বলেন, “আমরা আদভানিজীর কাছে সময় চেয়েছি। তিনি সময় দিলে তারপর মুলায়েমজীকে অনুরোধ করবো।”

তিনি আরো বলেন, “আদভানির মিছিল যখন অযোধ্যায় যাচ্ছে এমন এক সময়ে একজন হিন্দু যুবক ও মুসলমান তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক হয়। ছবিটির মূল নায়ক একজন সাংবাদিক, যিনি ‘অযোধ্যা যাত্রা’-র ওপর রিপোর্ট করছিলেন।”

ছবিটি বাবরি মসজিদ ধংসের পর ভারত সরকার গঠিত তদন্ত কমিশনের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলেও পরিচালক জানান।

উল্লেখ্য, আদালতে পেশ করা এই প্রতিবেদনটিকে প্রত্যাখান করেছে আদভানির দল বিজেপি।

এদিকে, দেশটির চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘গেম অব অযোধ্যা’-র ছাড়পত্র না দিলেও সম্প্রতি ফিল্ম সার্টিফিকেশন অ্যাপেলাত ট্রাইবুনাল ছবিটির মুক্তির পক্ষে রায় দিয়েছে।