নজরুলের জাগরণী গানের মিউজিক ভিডিও

By স্টার অনলাইন রিপোর্ট
30 November 2017, 11:18 AM
UPDATED 30 November 2017, 19:01 PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জাগরণী গান নিয়ে বেশ কয়েকটি মিউজিক ভিডিও ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন বয়সের শ্রোতা-দর্শকদের মাঝে। বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিকের উদ্যোগে এবং ‘জেমস অব নজরুল’-এর সার্বিক তত্ত্বাবধানে এগুলো তৈরি করা হয়েছে।

সেই ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো নজরুলের আরো একটি জাগরণী গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাদিয়া আফরিন মল্লিক। সংগীত পরিচালনা করেছেন শেখ জসীম।

কাজী নজরুল ইসলামের জাগরণী গান ‘ঝড়-ঝঞ্ঝায় উড়ে নিশান ঘন বজ্রে বিষাণ বাজে’-এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে।

মিউজিক ভিডিওটিতে অংশ নিয়েছেন শাহীন সামাদ, সাদিয়া আফরিন মল্লিক, ফাতেমা-তুজ-জোহরা, নাশিদ কামাল, শেখ জসীম, শেলু বড়ুয়া, শহীদ কবির পলাশ, ছন্দা চক্রবর্তী, বীজন চন্দ্র মিস্ত্রি, মাহমুদুল হাসানসহ আরো অনেকে।

সাদিয়া আফরিন মল্লিক বলেন, “কাজী নজরুল ইসলাম বিশ্বমানের কবি। তাঁর গান বিশ্বের মাঝে তুলে ধরতেই এটি জেমস অব নজরুলের একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। নজরুল সব সময়ই কালবৈশাখী ঝড়কে প্রতীক হিসেবে ধরেছেন। কারণ ঝড়ের ধ্বংসের পর আবার যে নতুন সৃষ্টি হয়, তাই তিনি তুলে ধরতেন।” যারা এই গানটিতে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সাদিয়া কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

মিউজিক ভিডিওটি ১ ডিসেম্বর থেকে চ্যানেল আইসহ বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।