ভেঙ্গে যাচ্ছে শাকিব-অপুর সংসার

By স্টার অনলাইন রিপোর্ট
4 December 2017, 11:16 AM
UPDATED 4 December 2017, 21:36 PM

গত কদিন ধরেই যে গুঞ্জন শোনা যাচ্ছিল সেটাই সত্যি হলো। চিত্রনায়ক শাকিব খান তার স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন। তার আইনজীবী শেখ সিরাজুল ইসলাম  দ্য ডেইলি স্টারকে এই নোটিশের খবর নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম বলেন, ‘নোটিশে শাকিব দুটি কারণ দেখিয়েছেন। তিনি অভিযোগ করেছেন অপু তাদের ছেলেকে কাজের লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছেন। দ্বিতীয় অভিযোগে শাকিব জানিয়েছেন, অপু তার কোন নির্দেশই মেনে চলেন না তাই তিনি বিবাহ বিচ্ছেদ চান।’

জানা যায়, ২৮ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপু বিশ্বাসের বাসার ঠিকানার বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান শাকিব। আজ (সোমবার) সেই চিঠি হাতে পেয়েছেন অপু।

তবে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে শাকিব-অপু কেউই মুখ খুলছেন না। দেশের বাইরে থাকা শাকিবের সঙ্গে যোগাযোগের করা হলে তিনি দ্য ডেইলিস্টারকে  জানান, ইন্ডিয়া যাবার আগেই তিনি তালাকের চিঠিতে সই করেছেন এই প্রসঙ্গে মন্তব্যের জন্য অপুকে ফোন করা হলেও, তাকে পাওয়া যায়নি, ফোন বন্ধ করে রেখেছেন অপু বিশ্বাস।

শাকিব-অপুর বিয়ে হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল। কিন্তু নয় বছর বিয়ের খবর গোপন রাখেন এই তারকা জুটি। চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু। বিয়ের খবর ফাঁস করে বলেন,  ‘আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলে আছে।’

বিয়ের খবর প্রকাশের আট মাসের মাথায় বিবাহ বিচ্ছেদে গেলেন তারা।