ব্র্যাড পিট সাজতে খরচ পড়লো প্রায় ১৭ লাখ টাকা

By স্টার অনলাইন রিপোর্ট
5 December 2017, 08:45 AM
UPDATED 5 December 2017, 15:43 PM

গত সপ্তাহে এক ইরানী তরুণীর অ্যাঞ্জেলিনা জোলি ‘সাজা’-র খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বেশ হৈচৈ ফেলেছিলো। এবার এলো দুই মার্কিন যমজ ভাইয়ের ‘ব্র্যাড পিট হওয়ার’ খবর।

গত ৩ ডিসেম্বর, ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল-এ বলা হয়, আমেরিকার অ্যারিজোনা রাজ্যের অধিবাসী ২১ বছর বয়সী যমজ ভাই ম্যাট শ্লেপ এবং মাইক শ্লেপ প্রায় ১৭ লাখ টাকা খরচ করে কসমেটিক সার্জারি করেছেন তাঁদের প্রিয় অভিনেতা ব্র্যাড পিটের মতো নিজেদের চেহারা সাজাতে।

খবরে আরো বলা হয়, ম্যাট তাঁর নাক ও থুতনিতে অস্ত্রোপচার করছে এবং ভাই মাইক অস্ত্রোপচার করেছে তাঁর নাক, থুতনি ও চোয়াল।

সম্প্রতি, এমটিভির ‘আই ওয়ান্ট ‍অ্যা ফেমাস ফেস’ অনুষ্ঠানে ম্যাট বলেন, “চেহারায় এমন পরিবর্তন আনায় এখন আগের চেয়ে অনেক বেশি মেয়ে আমার প্রতি আকৃষ্ট হচ্ছে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁদের ফিসফাস শুনতে পাই।”

মাইকের ভাষ্য, “আমি এখনকার মতো এতোটা সুখী আগে কখনোই ছিলাম না।”

আরো পড়ুন:

এ কোন অ্যাঞ্জেলিনা জোলি?