‘দীপিকা, প্রিয়াংকার চেয়ে ক্যাটরিনাই সেরা’

By স্টার অনলাইন রিপোর্ট
5 December 2017, 10:13 AM
UPDATED 6 December 2017, 12:07 PM

বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা সালমান খানকে অনেক সময় অনেক বেফাঁস কথার জন্যে সংবাদের শিরোনাম হতে হয়েছে। অপর শীর্ষ তারকা ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর নতুন সুসম্পর্কের ফলে এখন এই ‘জিন্দেগি না মিলেগি দোবার’-খ্যাত অভিনেত্রীকে বলিউডের অনেকের চেয়ে সেরা মনে করছেন ‘সাল্লু ভাই’।

প্রচলিত আছে, বোন অর্পিতা খানের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ক্যাটরিনার উদ্দেশ্যে সালমান বলেছিলেন, “খান পরিবারের একজন সদস্য হওয়ার সুযোগটি হাতছাড়া করলো এই মেয়ে।”

‘বজরঙ্গি ভাইজান’-এর নায়ক এর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সালমান খান সম্প্রতি ক্যাটরিনা কাইফকে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়ার সঙ্গে তুলনা করে বলেছেন যে বলিউডের এই দুই অভিনেত্রীর চেয়ে ক্যাটরিনাই সেরা।

সালমানের ভাষ্য, “দেখুন, ক্যাটরিনা যখন বলিউডে আসেন তখন তিনি জানতেনই না কেমন করে নাচতে হয়। এখন তিনিই বলিউডে সেরা নৃত্যশিল্পীদের মধ্যে একজন। দীপিকা ও প্রিয়াংকাকে পেছনে ফেলে তিনি এগিয়ে গিয়েছেন।”

‘বজররঙ্গি ভাইজান’-এর এমন মন্তব্যে ফিল্মিপাড়ায় ফিসফাস হলেও প্রকাশ্যে কেউই কোন মন্তব্য করেননি। তবে গণমাধ্যমের মন্তব্য, সালমান-ক্যাটরিনা জুটির নির্মিতব্য ‘টাইগার জিন্দা হ্যায়’-এ তাদের ভেঙ্গে যাওয়া সম্পর্কের যে নতুন রসায়ন চলছে তার পটভূমিতে এমন মন্তব্য সাল্লু ভাই করতেই পারেন।

এছাড়াও, এমন ‘বেফাঁস’ মন্তব্যকে আমলে নিয়ে বলিউডের এই ‘বেপরোয়া যুবক’-কে চটাতে চাচ্ছেন না কেউই।