৩ কোটি টাকার ‘মা ভার্সেস বউ’

By স্টার অনলাইন রিপোর্ট
11 December 2017, 08:33 AM
UPDATED 16 December 2017, 16:32 PM

‘মা ভার্সেস বউ’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন অতিথির সঙ্গে মা আর তাঁর ছেলের বউ থাকবেন বলে জানিয়েছেন তিনি। শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশের পরিবারের গল্প নিয়ে নির্মিত হবে “মা ভার্সেস বউ”। মোট ১০টি পর্বের এই অনুষ্ঠান তৈরি করতে তিন কোটি টাকা বাজেট থাকছে বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, এরই মধ্যে অনুষ্ঠানটি জন্য  ট্রেলার তৈরি হয়েছে। আজ সোমবার ইউটিউবে এটি প্রকাশ করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। আগামী  ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এফডিসিতে অনুষ্ঠানটির টানা শুটিং হবে।

আগামী বছরের জানুয়ারি মাসে ইউটিউবে বায়োস্কোপ চ্যানেলে প্রকাশ করা হবে ‘মা ভার্সেস বউ’।