১৫ বছর পর তপন চৌধুরী

By স্টার অনলাইন রিপোর্ট
12 December 2017, 10:31 AM
UPDATED 12 December 2017, 16:35 PM

দেশের গান গাইলেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। তাঁর ‘প্রিয় কবিতা’ শিরোনামের গানটি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরির্বতন’-এ থাকছে।

আনজাম মাসুদের উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামী ১৭ ডিসেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে। প্রায় ১৫ বছর পর কোন ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাইলেন এই গুণী শিল্পী।

গানটির কথা হলো: ‘চোখ মেলে যে দিকে তাকাই, প্রাণ জুড়িয়ে যায়।’ গানটির সুর করেছেন সুজন আরিফ।

তপন চৌধুরী বলেন, “দীর্ঘ অনেক বছর পর কোন ম্যাগাজিন অনুষ্ঠানের জন্যে গান করলাম। গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে বলেই গেয়েছি। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”