রোহিঙ্গাদের নিয়ে জেফারের মিউজিক ভিডিও

By স্টার অনলাইন রিপোর্ট
14 December 2017, 06:28 AM
UPDATED 14 December 2017, 14:29 PM

মিয়ানমারের নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিয়ে গান করেছেন আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। স্টার সিনেপ্লেক্সের প্রযোজনায় নির্মিত হয়েছে এই মিউজিক ভিডিও।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে জেফার রহমানের ইউটিউব চ্যানেলে।

‘রোহিঙ্গা’স ক্রাই’ শিরোনামের গানটি লিখেছেন সামির হাফিজ, সুর-সংগীত করেছেন শাহরিন শাহরিয়ার ও সামির হাফিজ।

এই মুহূর্তে বিশ্বের সবচাইতে নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিয়ে এই গান মানবিক বোধের জায়গা থেকে করা হয়েছে বলে জানান জেফার রহমান। শিল্পী হিসেবে এটি তার দায়বদ্ধতা বলেও মনে করেন তিনি।

গানটির মিউজিক ভিডিও প্রযোজনাকারী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স-এর চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, “অমানবিক নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য মানুষ হিসেবে আমাদের অনেক দায় রয়েছে। শিল্পীর জায়গা থেকে জেফার রহমানের প্রয়াসটিকে পৃষ্ঠপোষকতা করেছি। আশা করি, মিউজিক ভিডিওটি ভালো লাগবে সবার।”

উল্লেখ্য, এর আগে স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় প্রকাশিত হয়েছে জেফার রহমানের একক অ্যালবাম ‘আনকেইজড’।