দীপিকার জন্মদিনে বানশালির উপহার!

By স্টার অনলাইন রিপোর্ট
20 December 2017, 07:12 AM
UPDATED 21 December 2017, 13:07 PM

আগামী ৫ জানুয়ারি বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন। সম্প্রতি, বিশিষ্ট পরিচালক সঞ্জয় লীলা বানশালির ইতিহাস-ভিত্তিক চলচ্চিত্র ‘পদ্মাবতী’-তে প্রধান চরিত্রে অভিনয় করে হামলা-হুমকির শিকার হোন এই অভিনেত্রী। তাই, পরিচালক বানশালির পক্ষ থেকে তিনি তাঁর জন্মদিনে পেতে পারেন অন্যরকম এক উপহার।

ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে যে দেশটির চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছ থেকে সবুজ সংকেত পেতে যাচ্ছে বহুল চর্চিত ‘পদ্মাবতী’। ছবিটিকে অনির্দিষ্টকালের জন্যে আটকে দেওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছিলো সে বিষয়টি এখন নিষ্পত্তির পথে।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরে প্রকাশ, ‘পদ্মাবতী’ হতে পারে পরিচালক বানশালির পক্ষ থেকে দীপিকার জন্যে একটি উপহার। তাই, আগামী ৫ জানুয়ারি শুক্রবার এই স্বনামধন্য অভিনেত্রীর জন্মদিনে ‘পদ্মাবতী’ মুক্তির দেওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া মাত্রই ‘পদ্মাবতী’-র প্রযোজকরা ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করবেন। বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগামী ৫ জানুয়ারি ও ১২ জানুয়ারির কথা ভাবা হচ্ছে।

এদিকে, পরিচালকের পক্ষ থেকে এখনো কোন সুনির্দিষ্ট ঘোষণা না এলেও ভক্তদের পক্ষ থেকে বানশালি ও তাঁর টিমকে জানানো হচ্ছে শুভ কামনা।

আরো পড়ুন:

গুজরাট নির্বাচনের ওপর ঝুলছে ‘পদ্মাবতী’-র ভাগ্য

‘পদ্মাবতী’ বিতর্ক: পদ ছাড়লেন সেই বিজেপি নেতা