জেরী চরিত্রে মেহজাবীন

By স্টার অনলাইন রিপোর্ট
21 December 2017, 07:02 AM
UPDATED 21 December 2017, 13:26 PM

আসছে বড়দিন উপলক্ষে মেহজাবীন চৌধুরী ‘তোমার জন্য মন’ নাটকে অভিনয় করলেন জেরী চরিত্রে।

জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন জোভান, আনন্দ খালেদ, সানজিদা লতা প্রমুখ। নাটকটির থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে সালমান শাহ অভিনীত সিনেমার গান ‘ও আমার বন্ধু গো’।

পরিচালক জাকারিয়া সৌখিন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “একটি মিষ্টি প্রেমের গল্প রয়েছে নাটকটিতে। দর্শকের ভালো লাগবে, তারা একটুও বিরক্ত হবেন না এটি বলতে পারি।”

নাটকের গল্পে দেখা যাবে মেহজাবীন আর জোভান একই বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী। ক্লাসের শিক্ষক খুবই মজার মানুষ। সবাই রসায়নকে খুবই কঠিন বিষয় মনে করলেও, তিনি এটিকে রোমান্টিক সাবজেক্ট বলেন।

তিনি বলেন, একটি মৌলিক পদার্থের সঙ্গে আরেকটি মৌলিক পদার্থের প্রেম হলেই একটি যৌগিক পদার্থের জন্ম হয়। আর এর উদাহরণ দিতে গিয়ে তিনি জেরীকে (মেহজাবীন) অক্সিজেন আর জনিকে (জোভান) হাইড্রোজেন উপাধি দিয়ে বসেন। এটি নিয়ে পুরো ক্যাম্পাসে জেরীর নাম রটে যায়। এরপর, এগিয়ে যায় গল্প।

নাটকটি আগামী ২৫ ডিসেম্বর রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে।