সালমান খানের বাড়িতে বাড়তি পুলিশ

By স্টার অনলাইন রিপোর্ট
24 December 2017, 07:46 AM
UPDATED 25 December 2017, 10:15 AM

একটি টেলিভিশন অনুষ্ঠানে সম্প্রতি ভারতের তফসিলি সম্প্রদায় সম্পর্কে কথিত অবমাননাকর শব্দ ব্যবহারের কারণে বেশ ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তাই অধিক নিরাপত্তার জন্যে সালমানের বাড়িতে বাড়তি পুলিশ পাঠিয়েছে মুম্বাইয়ের আন্ধেরি থানা।

গতকাল (২৩ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সালমান ও অভিনেত্রী শিল্পা শেঠীর বিরুদ্ধে আন্ধেরি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে তফসিলি সম্প্রদায়ের পক্ষ থেকে। অভিযোগে বলা হয়, এই দুই বলিউড তারকা ভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে তফসিলি সম্প্রদায়ের লোকদের বোঝাতে অপমানসূচক ‘ভাঙ্গি’ শব্দ ব্যবহার করেছেন।

এতে আরো বলা হয়, একটি চলচ্চিত্রের প্রচারণার সময় তাঁর নাচের দক্ষতার কথা বলতে গিয়ে এই শব্দটি ব্যবহার করেছেন সালমান খান। অন্যদিকে, ঘরে নিজেকে কেমন দেখায় এমন প্রশ্নের জবাবে শিল্পা শেঠী এই শব্দটি ব্যবহার করেছেন।

এই সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতা হারমান সিং ভারতের তফসিলি সম্প্রদায়ের জাতীয় কমিশনের (এনসিএসসি) কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। কমিশনের তরফ থেকে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দিল্লি ও মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে তফসিলি সম্প্রদায়ের লোকদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেই মুম্বাইয়ে সাল্লু ভাইয়ের বাড়িতে আজ বাড়তি পুলিশ।