‘কাজ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম’

By স্টার অনলাইন রিপোর্ট
25 December 2017, 06:28 AM
UPDATED 25 December 2017, 14:13 PM

আজ বড়দিন। বছর জুড়ে এই দিনটির জন্য অপেক্ষা করেন খ্রিষ্টধর্মের মানুষেরা। বিশেষ এই দিনটিকে ঘিরে তাই সবারই থাকে নানা পরিকল্পনা। তবে আজকের দিনটি নিয়ে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের ভাবনাটা একটু অন্যরকম।

স্বনামধন্য এই শিল্পী দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে কথা বলেন বড়দিন নিয়ে। তিনি বলেন, “আলাদাভাবে বিশেষ দিন বলে কিছু নেই। প্রতিটি দিন আমার কাছে সমান। কাজ নিয়েই সব দিন থাকতে চাই। এখন সব দিনের মতো বড় দিনটিও আমার কাছে একইরকম।”

তাঁর মতে, “কাজ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তাই, বড়দিনও বিশেষভাবে উদযাপন করি না বা এ নিয়ে কোনো পরিকল্পনা থাকে না।”

ছোটবেলায় কীভাবে বড়দিন পালন করতেন এমন প্রশ্নের উত্তরে এন্ড্রু কিশোর বলেন, “ছোটবেলায় অন্যদের মতো আমিও বন্ধুদের সঙ্গে গির্জায় ঘুরে ঘুরে আনন্দে মেতে থাকতাম। তখন বেশ আকর্ষণ কাজ করত। বড়দিন আসার কয়েকদিন আগে থেকেই ক্রিসমাস ট্রি সাজাতাম। সবাই মিলে ক্রিসমাস ট্রি দেখতে বের হতাম। উপহার পেতে ভালো লাগত।”

‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ ও ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’-খ্যাত কণ্ঠশিল্পী আজ বড়দিন উপলক্ষে রাজশাহী স্টেডিয়ামে একটি কনসার্টে গান গাবেন।