আনুশকা শর্মা: পিইটিএ-এর ‘পারসন অব দ্য ইয়ার’

By স্টার অনলাইন রিপোর্ট
29 December 2017, 11:20 AM
UPDATED 29 December 2017, 17:23 PM

বছরটি বেশ ভালোভাবেই শেষ করলেন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী আনুশকা শর্মা। সদ্য বিয়ের পিঁড়ি থেকে নেমে তিনি পেলেন ‘পারসন অব দ্য ইয়ার’-খেতাব।

‘পিকে’-খ্যাত আনুশকাকে এই খেতাবটি দেওয়া হয়েছে আন্তর্জাতিক পশু অধিকার সংস্থা পিইটিএ-এর পক্ষ থেকে।

পশুদের প্রতি অভিনেত্রী আনুশকার ভালোবাসার সুখ্যাতির কথা উল্লেখ করে সংস্থাটির সহযোগী পরিচালক সচিন বেনগেরা সম্প্রতি এক বার্তায় সবাইকে পশুদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। উদ্ভিদজাত খাবার গ্রহণের প্রতি গুরুত্বারোপও করেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া আনুশকা ২০১৫ সালে পিইটিএ-এর ‘হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রেটি’ নির্বাচিত হন।