ইউটিউবে শ্রোতাপ্রিয় শীর্ষ ১০ বাংলা গান

By স্টার অনলাইন রিপোর্ট
31 December 2017, 12:31 PM
UPDATED 31 December 2017, 19:14 PM

২০১৭ সালে অনেকগুলো নতুন একক গানের মিউজিক ভিডিও আর চলচ্চিত্রের গান প্রকাশিত হয়েছে ইউটিউবে। অডিও কোম্পানিগুলো তাদের নিজ নিজ ইউটিউবে চ্যানেলেই গানগুলো প্রকাশ করেছে। গানের ভিউয়ার এখন বিবেচিত হচ্ছে জনপ্রিয়তার মাধ্যম হিসেবে। ৩১ ডিসেম্বর বিকেল পর্যন্ত গানের ভিউর্য়াসের সংখ্যা হিসাবে রাখা হয়েছে। বছরজুড়ে যেসব গানের ভিউয়ার্স সর্বোচ্চ হয়েছে তেমন দশটি গান নিয়ে দ্য ডেইল স্টার অনলাইনের আয়োজন।

১. ও ডিজে

ইউটিউবে জনপ্রিয় গানগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যৌথ প্রযোজিত ‘নবাব’ ছবিতে কণার গাওয়া ‘ও ডিজে’ গানটি। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর ভিডিও দৃশ্যে রয়েছেন শুভশ্রী, শাকিব খান ও অমিত হাসান। গানটির বর্তমান ভিউ এক কোটি ৭০ লাখের বেশি।

২.  ষোলআনা

যৌথ প্রযোজিত ‘নবাব’ ছবির গান ‘ষোলআনা’। এতে কণ্ঠ দিয়েছেন সাদাব হাসমী ও আকৃতি কাক্কার। গানটির সংগীত করেছেন গৌতম সুস্মিত এবং কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। গানটির বর্তমান ভিউ এক কোটি ৬০ লাখের বেশি।

৩. তোর প্রেমেতে

‘সত্তা’ ছবিতে জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে’ গানটির গীতিকার সোহানী হোসেন। এর সংগীতায়োজনে রয়েছেন বাপ্পা মজুমদার। এতে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও পাওলি দাম। গানটির বর্তমান ভিউর্য়াস এক কোটি ১৮ লাখের বেশি।

৪. কণ্যা রে

শানের গাওয়া গান ‘কণ্যা রে’। এম আর খানের কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন রোকন ইমন। গানটির ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার এবং মডেল হয়েছেন সুস্মিতা সিনহা ও শান। এর ভিউয়ার ৯০ লাখের ওপরে।

৫. না বলা কথা-৪

ইলিয়াস হোসেনের ‘না বলা কথা-৪’ গানটি ইউটিউবে আপলোড করা হয় ১ সেপ্টেম্বর। এর ভিউর্য়াস প্রায় ৯০ লাখ। গানটিতে ইলিয়াসের সহ-শিল্পী অরিন। জাহিদ আকবরের কথায় গানটির সুর করেছেন কাজী শুভ এবং এর সংগীতায়োজনে রয়েছেন রাফি। গানটির ভিডিও পরিচালনায় রয়েছেন সৌমিত্র ঘোষ ইমন এবং মডেল হিসেবে রয়েছেন অন্তু করিম ও মৌ।

৬. মন খারাপের দেশে

ইমরানের গাওয়া ‘মন খারাপের দেশে’ গানটি লিখেছেন শরীফ আল দীন এবং সুর দিয়েছেন নাজির মাহমুদ। এর সংগীতায়োজনে রয়েছেন মুশফিক লিটু এবং ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গানটির ভিউয়ার ৮৬ লাখ ৯৮ হাজারের বেশি।

৭. কী করে তোকে বোঝাই

কর্ণিয়া ও আসিফ আকবরের গাওয়া দ্বৈত গান ‘কী করে তোকে বোঝাই’। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির। এর ভিউ হয়েছে ৭৩ লাখ ২৬ হাজারের বেশি।

৮. দেয়ালে দেয়ালে

মিনারের গাওয়া ‘দেয়ালে দেয়ালে’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর দিয়েছেন মিনার এবং সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। ইউটিউবে গানটির ভিউয়ার ৭৭ লাখ ৭৮ হাজারের বেশি।

৯. ধোঁয়া

ইমরানের গাওয়া ‘ধোঁয়া’ গানটি লিখেছেন আবদার রহমান এবং সুর-সংগীত করেছেন ফুয়াদ। এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। ইমরানের সঙ্গে গানটিতে মডেল ছিলেন লিয়ানা লিয়া। গানটির বর্তমান ভিউয়ার ৬৬ লাখ ৬৮ হাজারের বেশি।

১০. আগুন

আসিফ আকবরের গাওয়া মিউজিক ভিডিও ‘আগুন’। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর-সংগীত করেছেন জুয়েল মোর্শেদ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির। গানটির ভিউয়ার ৬১ লাখ ১৩ হাজারের বেশি।