অনলাইনে আবারো জনপ্রিয় মেহজাবীন

By স্টার অনলাইন রিপোর্ট
2 January 2018, 10:22 AM
UPDATED 2 January 2018, 16:44 PM

ইউটিউবে দর্শকপ্রিয়তা পাচ্ছে ‘তোমার জন্য মন’ নামের নাটকটি। এটি গত বড়দিন উপলক্ষে আরটিভিতে প্রচার করা হয়েছিলো। অল্প কয়েকদিনে ইউটিউবে নাটকটি দেখেছেন ১২ লাখের বেশি দর্শক।

সাধারণত ঈদ ছাড়া নাটকের প্রতি মানুষের আগ্রহ এতোটা দেখা যায়না। ‘তোমার জন্য মন’-কে মেহজাবীন-জোভান জুটির সেরা নাটক হিসেবে মনে করছেন অনেকেই। টেলিভিশনে প্রচারের পরপরই এটি ইউটিউবে আপলোড করা হয়। এরপর বাড়তে থাকে এর দর্শকপ্রিয়তা।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, জোভান, আনন্দ খালেদ প্রমুখ। থিম সং হিসেবে নাটকটিতে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান ‘ও আমার বন্ধু গো’ ব্যবহৃত করা হয়েছে। নাটকের জন্যে গানটি নতুন করে রেকর্ড করা হয়েছে।

 

আরো পড়ুন: জেরী চরিত্রে মেহজাবীন