বলিউডে রোমান্টিক নায়ক ‘বাহুবলি’-র প্রভাস

By স্টার অনলাইন রিপোর্ট
2 January 2018, 11:41 AM
UPDATED 2 January 2018, 18:19 PM

‘বাহুবলি’-র প্রভাস বলিউডে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন সে খবর বেশ পুরনো। এমনকি, ‘বাহুবলি’-র দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার পরও বলিউডে সেই জগত-খ্যাত নায়কের অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। তবে, পরিচালক সুজিতের ‘সাহো’-তে অভিনয়ের পর যেন প্রভাসের ‘বলিউড ভাগ্য’ একটু একটু করে সুপ্রসন্ন হতে যাচ্ছে।

ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টিকারী প্রভাস এতোদিন আঞ্চলিক নায়ক হিসেবেই স্বীকৃত ছিলেন বলিউডপাড়ায়। এবার একটি রোমান্টিক চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে ‘অভিষেক’ হতে যাচ্ছে এই মহানায়কের।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে প্রভাস বলিউডে তাঁর অভিষেক হওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে এতোদিন যে জল্পনা-কল্পনা ছিলো তা এখন সত্য হতে চলছে।

হায়দরাবাদে বসবাসকারী প্রভাস হিন্দি চলচ্চিত্রের প্রতি তাঁর আগ্রহের কথা উল্লেখ করে বলেন, “আমি বলিউড থেকে ভালো প্রস্তাব পাচ্ছি। একটি চিত্রনাট্যকে আমি তিন বছর আগেই অনুমোদন দিয়েছি। এটি একটি রোমান্টিক গল্প। ‘সাহো’-র কাজ শেষ করে আমি এর কাজ শুরু করবো।”

উল্লেখ্য, প্রভাস এখন আবুধাবিতে ‘সাহো’-র শুটিং করছেন। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।