ফারুকীর ছবিতে পরমব্রত
পরমব্রত চট্টোপাধ্যায়: ছবি সংগৃহীত
মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবির ‘শনিবার বিকেল’-এ এবার যুক্ত হলেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে তিনি পলাশ নামে একটি চরিত্রে অভিনয় করছেন। চরিতটির জন্য ইতিমধ্যে পরমব্রত নতুন এক ‘লুক’ নিয়েছেন।
গত ৩০ ডিসেম্বর থেকে পরমব্রত নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছবিটিতে আরো অভিনয় করছেন অস্কার মনোনীত ‘ওমর’ এর অভিনেতা ইয়াদ হুরানী, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান। চলতি জানুয়ারি মাসেই ছবিটির শুটিং শেষ হবে।
ছবিটির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া, সহ প্রযোজক হিসেবে থাকছে ছবিয়াল ও জার্মানির টেনডেম প্রোডাকশনস।