জোড়া আনন্দে ইমরান

By স্টার অনলাইন রিপোর্ট
7 January 2018, 11:38 AM
UPDATED 7 January 2018, 18:41 PM

ইমরান ও মহালক্ষ্মী আইয়ারের গাওয়া ‘মন এ কেমন’

নতুন বছরটি কণ্ঠশিল্পী ইমরানের জন্য বেশ ভালোই বলতে হয়। বছরের প্রথমদিন যৌথ প্রযোজিত ‘নুরজাহান’ ছবির ‘মন বলেছে’ গানটি প্রকাশিত হওয়ার পর তা প্রশংসিত হচ্ছে শ্রোতাদের কাছে। গানটিতে তাঁর সহশিল্পী হিসেবে ছিলেন কণা।

এই নতুন গানের পরে আরেকটি সুখবর দিয়েছেন ইমরান। প্রথমবারের মতো কলকাতার ছবিতে শোনা যাচ্ছে তাঁর গান। ইন্দ্রজিৎ চক্রবর্তী পরিচালিত ‘রং রুট’ নামের ছবিতে ইমরানের গাওয়া গান ‘মন এ কেমন’। এটি ইউটিউবে প্রকাশ করা হয় গত ৫ জানুয়ারি।

গানটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউড ও কলকাতার গায়িকা মহালক্ষ্মী আইয়ার। এর সুর ও সংগীতায়োজন করেছেন দেব সেন। গানটিতে ঠোঁট মিলিয়েছেন কলকাতার রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস।

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই প্রথম কলকাতার ছবিতে গান গেলাম। তাই একটি ভালোলাগা ছড়িয়ে রয়েছে আমার মধ্যে। এটি একটি নিটোল প্রেমের গান। শ্রোতাদের মুগ্ধ করবে, আশা রাখি।