ভালোবাসা দিবসে শুভ’র ‘ভালো থেকো’

By স্টার অনলাইন রিপোর্ট
16 January 2018, 09:50 AM
UPDATED 16 January 2018, 16:09 PM

‘ভালো থেকো’ ছবির মাধ্যমে আরিফিন শুভ আসছেন নতুন বছরের দর্শকদের সামনে। ‘ঢাকা অ্যাটাক’-এর সফলতার পর এটিই তাঁর প্রথম চলচ্চিত্র যা মুক্তির অপেক্ষায় রয়েছে।

আগামী ভালোবাসা দিবসে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি।

এতে আরিফিন শুভ’র সঙ্গে রয়েছেন নবাগত তানহা তাসনিয়া। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, আসিফ ইমরোজ প্রমুখ।

জাকির হোসেন রাজু দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সিনেমাটি প্রেমের কথা, মানবতার কথা বলবে। একেবারে মৌলিক গল্পের ছবি ‘ভালো থেকো’। সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন এটি।”

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর মহরতের মধ্য দিয়ে ‘ভালো থেকো’ ছবির শুটিং শুরু হয়েছিলো।