‘ইন্সপেক্টর নটি কে’ ভারত-বাংলাদেশে একযোগে মুক্তি পেলে ভালো লাগতো: নুসরাত ফারিয়া

By স্টার অনলাইন রিপোর্ট
22 January 2018, 07:50 AM
UPDATED 22 January 2018, 17:03 PM

কলকাতার জিৎ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত ‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রটি ভারতে মুক্তি পায় গত শুক্রবার। ছবিটি একই সঙ্গে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও আইনগত কারণে এদেশে মুক্তির তারিখটি পিছিয়ে যায় সপ্তাহ খানেক।

বাংলাদেশে ছবিটির মুক্তি প্রসঙ্গে নুসরাত ফারিয়া স্টার অনলাইনকে বলেন, “রোমান্টিক কমেডি ‘ইন্সপেক্টর নটি কে’ ভারত ও বাংলাদেশে এক যোগে মুক্তি পেলে ভালো লাগতো। যাক, অবশেষে বাংলাদেশে আসছে ছবিটি।”

এই চলচ্চিত্রে ফারিয়া তাঁর অভিনয় সম্পর্কে বলেন, “ছবিটিতে আমাদের জুটির অন্যরকম কেমিস্ট্রি দেখা যাবে। জিৎ-দার সঙ্গে এটি আমার তৃতীয় ছবি। যাঁরা বাণিজ্যিক ছবি দেখতে পছন্দ করেন তাঁদের এই ছবিটি ভালো লাগবে।”

চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করেছেন সামিরা চরিত্রে। বাবা-মা বাঙালি হলেও সামিরার জন্ম ইতালিতে। পেশায় তিনি একজন পুলিশ কর্মকর্তা। তাঁর একটি অতীত রয়েছে, যে কারণে চলচ্চিত্রটিতে তিনি বাঙালি ছেলেদের একেবারেই পছন্দ করেন না, যোগ করেন ‘বস ২’-খ্যাত এই অভিনেত্রী।

গত ১৯ জানুয়ারি কলকাতায় মুক্তি পাওয়ার পর অশোক পতি পরিচালিত ‘ইন্সপেক্টর নটি কে’ কলকাতায় ভালো ব্যবসা করছে। ভারতের সঙ্গে চলচ্চিত্র আমদানি-রপ্তানি (সাফটা) নীতিমালার আওতায় ছবিটি আগামী ২৬ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।