চৌরঙ্গী’র রিমেকে করবী গুহ চরিত্রে জয়া

By স্টার অনলাইন রিপোর্ট
30 January 2018, 09:57 AM
UPDATED 30 January 2018, 16:17 PM

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি আবার নতুন করে ‘চৌরঙ্গী’ নির্মাণ করছেন। ছবিতে সুপ্রিয়া দেবীর অভিনয় করা করবী গুহ চরিত্রে কাজ করবেন জয়া আহসান। উত্তম কুমার অভিনীত ‘স্যাটা বোস’ চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিত। এছাড়াও অনিন্দ্য পাকড়াশি চরিত্রে যীশু সেনগুপ্ত, মিসেস পাকড়াশি চরিত্রে মমতা শঙ্কর, মার্কো পোলো চরিত্রে অঞ্জন দত্ত এবং শঙ্কর চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। শংকরের উপন্যাস অবলম্বনে ১৯৬৮ সালে নির্মিত হয়েছিল ‘চৌরঙ্গী’ ছবিটি ।

জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন বলেন, ‘এবারই প্রথম কোনো রিমেক ছবিতে কাজ করতে যাচ্ছি। সুপ্রিয়া দেবী অভিনীত কোনো চরিত্রে কাজের সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বেশি সম্মানের এবং গর্বের। বাকীটা কাজ শুরু হলে বলতে পারব কেমন হচ্ছে।’

আগামী জুন থেকে এ ছবির  কাজ শুরু হবে। এই ছবিতে শ্রী ভেঙ্কটশ ফিল্মসের সঙ্গে প্রথমবারের মত প্রযোজনায় আসছে সৃজিতের ম্যাচকাট প্রোডাকশন্স প্রাইভেট লিমিটেড।