‘বড়ছেলে’-র পর ‘সংসার’

By স্টার অনলাইন রিপোর্ট
5 February 2018, 10:40 AM
UPDATED 5 February 2018, 16:49 PM

‘বড় ছেলে’ নাটকের পর এবার ‘সংসার’ নিয়ে আসছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। এই নাটকে অপূর্বের সঙ্গে থাকছেন ‘আয়নাবাজি’-খ্যাত নাবিলা।

‘বড়ছেলে’ নাটকটি মধ্যবিত্ত-জীবনে প্রেমিকের সংকট নিয়ে তৈরি হলেও ‘সংসার’ নাটকে থাকছে নবদম্পতি ও ঘর-সংসারের নানা সংকটের কিছু চিত্র।

অপূর্ব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “চমৎকার একটি গল্প রয়েছে ‘সংসার’ নাটকে। এর স্ক্রিপ্ট পড়ে অনেক ভালো লেগেছে। সবসময়ই চেষ্টা করি ভালো কিছু করার। এই নাটকটি নিয়ে আমি অনেক আশাবাদী। ‘বড় ছেলে’-র মতো দর্শকরা বেশ ভালোভাবেই এটি গ্রহণ করবেন বলে মনে হচ্ছে।”

সাজিদ সরকারের সুরে ‘সংসার’ নাটকের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তাহসান। নাটকটি আসছে ভালোবাসা দিবসে সিডি চয়েসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।