যুগলবন্দী ভালোবাসার গান-কবিতা

By স্টার অনলাইন রিপোর্ট
11 February 2018, 07:07 AM
UPDATED 11 February 2018, 13:11 PM

ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আয়োজন করা হবে ‘যুগলবন্দী ভালোবাসার গান-কবিতা’।

অনুষ্ঠানে গান ও কবিতা পরিবেশন করবেন ফারিয়া আহাদ অন্তরা এবং আহসান উল্লাহ তমাল।

আহসান উল্লাহ তমাল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গান ও কবিতার মাধ্যমে একটি ছেলে ও মেয়ের পরিচয়, প্রেম, পরিণয়, বিরহ, মিলন তুলে ধরা হবে। এছাড়াও থাকবে ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান।”

অনুষ্ঠানে পুরনো দিনের ও আধুনিক রোমান্টিক গান পরিবেশন করবেন ফারিয়া আহাদ অন্তরা। তমালের কণ্ঠে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ প্রমুখের কবিতা।

অনুষ্ঠান শুরু হবে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়। এটি যুগলদের জন্যে উন্মুক্ত থাকবে।