ভালোবাসা দিবসে অভিনব অভিযান

By স্টার অনলাইন রিপোর্ট
14 February 2018, 11:04 AM
UPDATED 14 February 2018, 17:18 PM

ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিন আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার আবহে মেতে রয়েছে চারদিক। সবার মনেই যেন ভালোবাসার ছোঁয়া। এই ভালোবাসার মাঝেই সকাল থেকেই এফডিসিতে ঝাড়ু হাতে দেখা গেল সিনেমার তারকাদের।

পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন রিয়াজ, পপি, ফেরদৌস, মিশা সওদাগর, ডিপজল, রোজিনা, নূতন, জায়েদ খানদের মতো চিত্রতারকারা। পরিচালকদের মধ্যে ছিলেন মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ প্রমুখ।

মূলত ভালোবাসা দিবসে তারা পরিচ্ছন্নতার অঙ্গীকার নিয়ে এফডিসির ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযানে নেমেছিলেন। সবাই ঝাড়ু হাতে এফডিসির অলি-গলিতে জমে থাকা ময়লা পরিষ্কার করেন।

এ সময় রিয়াজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আজকের এই পরিচ্ছন্ন অভিযানের প্রতিপাদ্য হচ্ছে ‘মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার’। আমরা সবাই একটু সচেতন হলেই আমাদের প্রাণের প্রিয় এই দেশকে সুন্দর করে পরিচ্ছন্ন রাখতে পারি।”

জায়েদ খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শিল্পীরা হচ্ছেন একটি পরিবার, আর এফডিসি হচ্ছে শিল্পীদের ঘর। তাই আমরা আমাদের ঘরকে পরিচ্ছন্ন করছি। আমরা বলতে চাই, সচেতন নাগরিক হিসেবে আপনার চারপাশ পরিষ্কার রাখুন, তাহলেই দেশটা পরিচ্ছন্ন থাকবে।”

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গত বছর শুরু হয়েছিল ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারপিক’ প্রচারণা। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় আজ এফডিসিতে এমন আয়োজন করা হলো।