সালমান- জ্যাকুলিনের ভ্যালেন্টাইন ‘ডেট’

By স্টার অনলাইন রিপোর্ট
15 February 2018, 09:18 AM
UPDATED 15 February 2018, 16:05 PM

বলিউডের সবচেয়ে যোগ্য ব্যাচেলর সালমান খান এবারের বিশ্ব ভালোবাসা দিবস কাটালেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে।

জ্যাকুলিনের ইন্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে দেখা যায়, ভালোবাসা দিবসে একসঙ্গে সময় কাটাচ্ছেন সালমান ও জ্যাকুলিন। সালমান বলেন, “ভ্যালেন্টাইন ‘ডেট’-এর জন্যে আমি খুব খুশি। দেখবেন ভ্যালেন্টাইন ‘ডেট’?” সেসময় জ্যাকুলিন ভেবেছিলেন এ কথা সালমান তাঁকে উদ্দেশ্য করে বলছেন।

কিন্তু, দেখা যায়, ভ্যালেন্টাইন ‘ডেট’ হিসেবে সালমান ‘শুকনো মুখ’ করে খাচ্ছেন শুকনো খেজুর। তখন জ্যাকুলিনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে জ্যাকুলিন লেখেন, “সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সিঙ্গেল নারীরা হাত তুলুন।” সালমান খানের ‘নতুন ডেট’-এর খবর প্রকাশ পেয়ে গেলো বলেও উল্লেখ করেন তিনি।

খবরে প্রকাশ, সালমান খান এবং জ্যাকুলিন ফার্নান্দেজ তাঁদের নতুন ছবি ‘রেস ৩’-এর শুটিংয়ের কাজে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। 

 

 

Happy Valentines Day everyone all the single ladies put your hands up!!! @beingsalmankhan new date revealed

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on