অমিতাভ বচ্চনের চাকরির আবেদন

By স্টার অনলাইন রিপোর্ট
19 February 2018, 08:15 AM
UPDATED 19 February 2018, 14:24 PM

একটি ভারতীয় দৈনিকে খবর ছাপা হয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফের মতো লম্বা অভিনেত্রীদের আমির খান ও শহিদ কাপুরের সঙ্গে সহ-শিল্পী হিসেবে কাজ করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এই সাম্প্রতিক খবরের ওপর ভিত্তি করেই যেন চাকরির আবেদন করলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

গত ১৭ ফেব্রুয়ারি টুইটারে দেওয়া এক আবেদন পত্রে বিগ বি লিখেছেন, “চাকরির আবেদনপত্র: নাম: অমিতাভ বচ্চন; জন্ম তারিখ: ১১/১০/১৯৪২, এলাহাবাদ; বয়স: ৭৬ বছর; অভিজ্ঞতা: গত ৪৯ বছরে ২০০ টির মতো চলচ্চিত্রে অভিনয়; ভাষা: হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি, বাংলা; উচ্চতা: ৬ ফুট ২ ইঞ্চি। তাঁর উচ্চতা নিয়ে চাকরিদাতার কোন সমস্যা হবে না বলেও আবেদনপত্রে তা বিশেষভাবে উল্লেখ করেন এই কিংবদন্তী অভিনেতা।

এর আগে অমিতাভ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করেছেন। ২০১৫ সালে ‘পিকু’ চলচ্চিত্রে তিনি দীপিকার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। আরো আগে তথা ২০০৩ সালে ‘বুম’ চলচ্চিত্রে অমিতাভকে দেখা গিয়েছিলো ক্যাটরিনার সাথে।