শ্রীদেবীর মৃত্যুর খানিক আগে সহ-অভিনেতা অমিতাভ বচ্চনের টুইট

By স্টার অনলাইন রিপোর্ট
25 February 2018, 13:12 PM
UPDATED 25 February 2018, 19:54 PM

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর আচমকা মৃত্যুর সংবাদে যখন বলিউড তথা ভারতবাসী শোকে মুহ্যমান ঠিক তখনই আরেকটি খবরে চমকিত হলো সবাই। আর সেটি হলো, শ্রীদেবীর মৃত্যুর খানিক আগে তাঁর সহ-অভিনেতা অমিতাভ বচ্চনের টুইট।

আজ (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় সময় রাত পৌনে দুটায় বিগ বি এক টুইটার বার্তায় হিন্দিতে লেখেন, “না জানে কিউ, এক আজব সি ঘাবড়াত হো রাহি হ্যাঁয়।” অর্থাৎ, তিনি এক অদ্ভুত অস্থিরতা বোধ করছেন।

এর কিছুক্ষণ পর খবর আসে, দুবাইয়ে এক বিয়ের অনুষ্ঠান থেকে হোটেলে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী শ্রীদেবী।

[twitter]

[/twitter]

ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা বিষয়টির ওপর মন্তব্য করতে গিয়ে ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রসঙ্গ টেনেছেন।

উল্লেখ্য, অমিতাভ বচ্চন সহ-শিল্পী শ্রীদেবীর সঙ্গে যেসব জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলোর মধ্যে রয়েছে ‘ইনকিলাব’ এবং ‘আখেরি রাস্তা’। বহু বছর বিরতির পর ২০১২ সালে শ্রীদেবী যখন ‘ইংলিশ ভিংলিশ’ এ অভিনয় করেন তখনো সেই ছবিতে অমিতাভ বচ্চনের বিশেষ উপস্থিতি ছিলো।

তথ্যসূত্র: এনডিটিভি