৬ বছরে দ্বিগুণ হয়েছে অমিতাভ ও জয়া বচ্চনের সম্পত্তি

By স্টার অনলাইন রিপোর্ট
15 March 2018, 07:55 AM
UPDATED 15 March 2018, 14:01 PM

গত ছয় বছরে দ্বিগুণ হয়েছে বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া বচ্চনের ধনসম্পত্তির পরিমাণ।

ভারতের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হতে যাওয়া জয়া বচ্চন গত শুক্রবার (৯ মার্চ) তাঁদের সম্পত্তির যে হিসাব জমা দিয়েছেন তাতে দেখা যায়, ছয় বছর আগে বলিউডের এই শীর্ষ দম্পতির সম্পত্তি ছিল ৫০০ কোটি রুপি। আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১,০০০ কোটি রুপিতে।

সেই হিসাব অনুযায়ী বর্তমানে বচ্চন দম্পতির স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬০ কোটি রুপি। যা ২০১২ সালে ছিল ১৫২ কোটি রুপি।

অন্যদিকে, একই সময়ে তাঁদের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৩৪৩ কোটি রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৪০ কোটি রুপিতে।

সরকারের কাছে দাখিল করা হিসাব অনুযায়ী বিগ বি দম্পত্তির ঘরে অলঙ্কার রয়েছে ৬২ কোটি রুপির আর তাঁদের ১২টি গাড়ির দাম দেখানো হয়েছে ১৩ কোটি রুপি।

উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌ শহরের কাছে জয়া বচ্চনের যে চাষযোগ্য জমি রয়েছে তার দাম ধরা হয়েছে দুই কোটি দুই লাখ রুপি। সেই রাজ্যের বারাবানকি জেলায় অমিতাভের তিন একর জমির দাম ধরা হয়েছে পাঁচ কোটি সাত লাখ রুপি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া