২ বছর পর বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া!

By স্টার অনলাইন রিপোর্ট
15 March 2018, 08:55 AM
UPDATED 15 March 2018, 15:03 PM

সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া এখন যেন একটু বেশিই ব্যস্ত রয়েছেন তাঁর হলিউড অভিযানে। তাই ভারতের এই অন্যতম জনপ্রিয় অভিনেত্রীকে বলিউড-ভক্তরা আর আগের মতো সহসাই দেখতে পান না মুম্বাইয়ের শুটিং সেটে।

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে বলিউডে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে ‘জয় গঙ্গাজল’ চলচ্চিত্রে। সম্প্রতি, এক লাইভ চ্যাট সেশনে প্রিয়াঙ্কা জানান, তিনি শিগগিরই আসছেন বলিউড-প্রাঙ্গণে। এখন তাঁর হাতে কয়েকটি চিত্রনাট্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, ইউনিসেফের এই শুভেচ্ছাদূত ভারতীয় বংশোদ্ভূত প্রয়াত মহাকাশচারী কল্পনা চাওলার জীবনীচিত্রের শুটিংয়ের কাজ আগামী মাসেই তথা এপ্রিলে শুরু করতে যাচ্ছেন। তিনি এই চলচ্চিত্রে কল্পনার নাম ভূমিকায় অভিনয় করবেন।

খবরে প্রকাশ, ছবিটি প্রযোজনা করবে একটি নতুন সংস্থা। তবে এর নাম উল্লেখ করা হয়নি। এই ছবিটি নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটাতে যাচ্ছেন প্রিয়া মিশ্র। তিনি গত সাত বছর থেকে এই প্রকল্পটি নিয়ে কাজ করে যাচ্ছেন।

খবরে আরো জানানো হয়, প্রিয়াঙ্কা চোপড়ার দল এই প্রকল্পে গত এক বছর থেকে কাজ করে যাচ্ছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া