শ্রীদেবীর বদলে মাধুরী দীক্ষিত

By স্টার অনলাইন রিপোর্ট
20 March 2018, 09:08 AM
UPDATED 20 March 2018, 16:03 PM

দিন পনেরো আগে ‘ইন্ডিয়াস নেক্সট সুপারস্টার’ রিয়েলিটি শোতে করণ জোহর বলেছিলেন, আসছে এপ্রিলে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে তাঁর প্রথম কাজ শুরু করার কথা ছিল।

শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে ‘ধাড়াক’ চলচ্চিত্র নিয়ে চূড়ান্ত কথা বলার এক সপ্তাহ পর নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে করণের কথা হয়েছিল বলিউডের প্রথম সুপারস্টার অভিনেত্রীর সঙ্গে। কিন্তু, গত ফেব্রুয়ারিতে ‘গুমরাহ’-খ্যাত শ্রীদেবীর অকাল প্রয়াণে পাল্টে যায় সব পরিকল্পনা।

গতকাল (১৯ মার্চ) জাহ্নবী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রযোজক করণ জোহর এবং পরিচালক অভিষেক ভার্মার পরবর্তী চলচ্চিত্রটি শ্রীদেবীর অনেক পছন্দের ছিল। “বাবা (বনি কাপুর), খুশি (ছোট বোন) এবং আমি মাধুরীজির কাছে কৃতজ্ঞ তিনি এতো সুন্দর একটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলে।”

এর কয়েক ঘণ্টা পর করণ জোহর সামাজিক যোগযোগ মাধ্যমে জানান, “… হ্যাঁ, অভিষেক ভার্মার পরবর্তী চলচ্চিত্রে আমরা মাধুরী দীক্ষিতকে পেয়ে সম্মানীত বোধ করছি।”

তবে দেশভাগের প্রেক্ষাপটে একটি প্রেমের গল্প-ভিত্তিক এই চলচ্চিত্রটির নাম ‘শিধাত’ নয় বলেও উল্লেখ করেন তিনি। করণ আরও জানান, ছবিটির শুটিং এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে এবং কলা-কুশলীদের নামের পূর্ণ তালিকা শিগগির প্রকাশ করা হবে।

চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মুম্বাই মিরর জানায়, প্রথম এক মাস মুম্বাইয়ে শুটিং হবে। এরপর, শুটিং হবে ভারতের মধ্য প্রদেশ রাজ্যে। ছবিটিতে আদিত্য রায় কাপুর, বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটের অভিনয় করার কথা শোনা যাচ্ছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

এছাড়াও, বলিউড পাড়ায় গুঞ্জন ছিল যে এই চলচ্চিত্রে শ্রীদেবীর বিপরীতে সঞ্জয় দত্ত অভিনয় করতে পারেন।