ফারহান আখতার ‘ইন’, প্রিয়াঙ্কা চোপড়া ‘আউট’

By স্টার অনলাইন রিপোর্ট
27 March 2018, 09:21 AM
UPDATED 27 March 2018, 15:27 PM

শাহরুখ খানের বহুল আলোচিত অপরাধ-বিষয়ক চলচ্চিত্র ‘ডন’ সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে প্রকাশিত হয়েছে নতুন খবর। তা হলো: একজন ভারতীয় পুলিশের ভূমিকায় ফারহান আখতার মুখোমুখি হবেন শাহরুখ খানের।

‘ডন’ সিরিজের আগের দুটি কিস্তি পরিচালনা করেছিলেন ফারহান আখতার। এই নতুন কিস্তিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডিএনএ জানায়, “শাহরুখের ‘ডন’-এ একজন দেশি পুলিশের ভূমিকায় অভিনয় করবেন ফারহান আখতার। যেহেতু, ছবিটির একটি অংশের শুটিং ভারতে হবে, তাই পুলিশের পোশাকে পর্দায় হাজির হবেন ফারহান।”

এই সিদ্ধান্তের ফলে নিশ্চয় নাখোশ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার ভক্তরা। কেননা, ‘ডন’ (২০০৬) এবং ‘ডন টু’ (২০১১) তে পুলিশ কর্মকর্তা রোমার চরিত্রে দেখা গিয়েছিলো সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু, নতুন কিস্তিতে এই চরিত্রটি রাখা হয়নি।

উল্লেখ্য, ‘ডন’ সিরিজের নতুন কিস্তিটির চিত্রনাট্যও লিখছেন ফারহান। আশা করা হচ্ছে, আগামী বছরের মাঝামাঝি এর শুটিং শুরু হবে এবং এটি মুক্তি পাবে ২০২০ সালে।

তথ্যসূত্র: ডেকান ক্রনিকল