তরুণদের প্রেরণায় কবিতা লিখছেন হৃতিক

By স্টার অনলাইন রিপোর্ট
29 March 2018, 08:20 AM
UPDATED 29 March 2018, 14:38 PM

তরুণদের জন্যে অনুপ্রেরণামূলক কবিতা লিখেছেন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা হৃতিক রোশান। তিনি সেই কবিতাগুলো প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

হৃতিক তাঁর ১২ বছর বয়সী ছেলে হৃরানের জন্মদিনে শেয়ার করা এক ভিডিওতে নিজের লেখা কবিতা আবৃত্তি করেও শোনান।

কবিতার মাধ্যমে হৃতিক তরুণদের ভয়ের সামনে “ভয়হীন” চেতনা নিয়ে দাঁড়াতে বলেছেন। নিজের জীবন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, কীভাবে তাঁকে হাতে ছয় আঙ্গুল থাকার কারণে চলচ্চিত্রজগতসহ বিভিন্ন জায়গায় কোণঠাসা করে রাখা হয়েছিলো।

সমাজে বিভিন্ন মানুষ ভাবতেন তিনি জীবনে কিছু করতে পারবে না, সে কথাও উল্লেখ করেন হৃতিক।

তিনি তরুণ প্রজন্মকে তাদের ভয়কে জয় করার আহ্বান জানিয়ে বলেন, “ভয়কে শক্তিতে রূপান্তরিত করতে হবে।”

‘কাহো না… পিয়ার হ্যায়’-খ্যাত এই বলিউড অভিনেতার এমন প্রেরণামূলক কবিতায় তাঁর ভক্তদের পাশাপাশি খুশি বন্ধু-সহকর্মীরাও।

তথ্যসূত্র: মুম্বাই মিরর