এবার নিশোর সঙ্গে মেহজাবীন

By স্টার অনলাইন রিপোর্ট
29 March 2018, 10:25 AM
UPDATED 29 March 2018, 16:36 PM

সম্প্রতি দুটি একক নাটকের শুটিং শেষ করেছেন মেহজাবীন চৌধুরী। নাটক দুটিতেই তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরফান নিশো।

এর মধ্যে একটি হচ্ছে মিশুক মনি পরিচালিত ‘রঙিন খামে ধুলো পড়া চিঠি’ এবং অন্যটি মুরসালিন শুভ পরিচালিত ‘আগুন’। দুটি নাটকেই মেহজাবীনকে দেখা যাবে একটু ভিন্নভাবে।

মেহজাবীন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি আগের চাইতে এখন অনেক বেশি সচেতন। ভালো গল্প ও চরিত্র না পেলে কাজ করি না। এই দুটি নাটকের গল্পে বৈচিত্র্য রয়েছে।”

‘বড় ছেলে’-খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, “নাটকে শহুরে মেয়ের চরিত্রেই আমাকে সাধারণত বেশি দেখা যায়। ইদানীং এ ধরনের চরিত্রের বাইরেও অভিনয় করছি। সাম্প্রতিক নাটক দুটিতে শহরের মেয়ে নয়, একজন অভিনয় শিল্পীকেই খুঁজে পাবেন দর্শকরা।”