রাতের খাবার, সকালের নাস্তা ফিরিয়ে দিলেন সালমান খান

By স্টার অনলাইন রিপোর্ট
6 April 2018, 09:17 AM
UPDATED 16 May 2018, 13:46 PM

ভারতের যোধপুর কেন্দ্রীয় কারাগারে আসামি সালমান খান প্রথম রাতে ফিরিয়ে দিয়েছেন সেখানকার পরিবেশিত রুটি-ডাল-সবজি। এমনকি, আজ (৬ এপ্রিল) সকালের নাস্তা হিসেবে দেওয়া খিচুড়িও তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

খবরে প্রকাশ, কারাগারে প্রথম রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েন বলিউডের ‘সুলতান’।

কারাগারের নিয়ম অনুযায়ী রাতের খাবার হিসেবে পরিবেশন করা হয়েছিল চাপাতি রুটি, ছোলার ডাল এবং সবজি। কিন্তু, বলিউড সুপারস্টার তা মুখে তোলেননি বলে জানিয়েছেন যোধপুর রেঞ্জের ডিআইজি বিক্রম সিং।

কারাগারের ১০৬ নম্বর আসামি সালমানকে আজ সকালের নাস্তা হিসেবে খিচুড়ি ও চা দেওয়া হয়েছিল। কিন্তু, সেগুলোও তিনি ফিরিয়ে দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানান সেই শীর্ষ কর্মকর্তা।

গতকাল (৫ এপ্রিল) কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার খানিক পর ‘বডিগার্ড’-খ্যাত এই অভিনেতার আইনজীবী এইচএম সরস্বত তাঁর মক্কেলের জামিন চেয়ে আবেদন করেন।

আজ সেই জামিন আবেদনের শুনানি হলেও এর রায় পাওয়া যাবে আগামীকাল (৭ এপ্রিল)।