ছেলে আব্রামকে নিয়ে শাহরুখের স্বপ্ন

By স্টার অনলাইন রিপোর্ট
10 April 2018, 07:22 AM
UPDATED 10 April 2018, 14:21 PM

‘চাক দে! ইন্ডিয়া’-র কথা মনে রয়েছে কি? মনে রয়েছে কি এই বলিউড ব্লকবাস্টারে শাহরুখ খান অভিনয় করেছিলেন হকি কোচ কবির খানের চরিত্রে? এরপর থেকে হকি খেলার প্রতি কিং খানের ভালোবাসা আর গোপন থাকেনি।

কিন্তু, ২০১৩ সালে জন্ম নেওয়া শাহরুখের তৃতীয় ছেলে আব্রামকে নিয়ে তাঁর স্বপ্ন কী? গত ৮ এপ্রিল কলকাতায় অবস্থানরত বলিউড বাদশাহকে এমন প্রশ্ন করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। জবাবে শাহরুখ জানান, তিনি চান তাঁর ছেলে আব্রাম একজন হকি খেলোয়াড় হোক।

ছেলে আব্রাম এবং মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ কলকাতায় আসেন আইপিএলে কলকাতা নাইট রাইডারসের খেলা দেখতে। সেসময় বার্তা সংস্থাটিকে তিনি বলেন, “আব্রাম এখনো ক্রিকেট খেলা শুরু করেনি। সে টুকটাক ফুটবল খেলে। তবে আমি চাই আব্রাম ভারতীয় দলের হয়ে হকি খেলুক।”

তথ্যসূত্র: এনডিটিভি