ছেলে তৈমুরকে কী বানাতে চান কারিনা কাপুর?

By স্টার অনলাইন রিপোর্ট
11 April 2018, 10:29 AM
UPDATED 11 April 2018, 16:40 PM

ভারতে ‘তারকা শিশু’ হিসেবে তৈমুর আলি খান পেয়েছে এক অনবদ্য স্বীকৃতি। এই শিশুর বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি প্রায় প্রতিদিনই গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যমে।

পাপারাজ্জিদের কাছে বলিউড সুপারস্টার সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান দম্পতির এই পুত্রধনকে ‘অল টাইম ফেভারিট’ বলে মন্তব্য করছে দেশটির শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আজ (১১ এপ্রিল) দৈনিকটির এক প্রতিবেদনে বলা হয়, তৈমুরের মা কারিনাকে সম্প্রতি জিজ্ঞেস করা হয়েছিলো, তাঁর সন্তানের জন্যে কোন পেশাকে তিনি পছন্দ করেন?

উত্তরে ‘হিরোইন’-খ্যাত কারিনা বলেন, যদিও তিনি তাঁর ছেলের জন্যে কোনো পেশাকে নির্ধারণ করে দিতে চান না। তবে তাঁর পছন্দ তৈমুর একজন ক্রিকেটার হিসেবে গড়ে উঠুক।

যাহোক, যে দেশটিতে ক্রিকেটকে একটি ‘ধর্ম’ হিসেবে গণ্য করা হয় এবং তৈমুরের প্রয়াত পিতামহ মনসুর আলি খান পতৌদি একজন স্বনামধন্য ক্রিকেটার ছিলেন সেখানে এই ‘তারকা শিশু’ খেলাধুলার দিকে যাবে কিনা তা ভবিষ্যৎই বলতে পারে।