‘রঙ বেরঙে’-তে অভিষেক বচ্চন

By স্টার অনলাইন রিপোর্ট
12 April 2018, 09:53 AM
UPDATED 12 April 2018, 16:00 PM

বর্তমানে পরিচালক অনুরাগ কাশ্যপের রোমান্টিক ড্রামা ‘মানমারজিয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ‘ছোট বচ্চন’ অভিষেক। এরই মধ্যে খবর প্রকাশিত হয়েছে- পরিচালক প্রিয়দর্শণের ‘রঙ বেরঙে’-তে দেখা যাবে ‘সরকার’-খ্যাত এই অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, প্রিয়দর্শণের নতুন চলচ্চিত্রে আরও দেখা যাবে অভিনেতা পরেশ রাওয়াল এবং বোমান ইরানিকে। এর ফলে, বলিউডে পরিচালক প্রিয়দর্শণের পাঁচ বছরের বিরতির অবসান হবে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন ফিল্মফেয়ার-কে প্রিয়দর্শণ বলেন, “আমি মনে করি, অভিষেকের সঙ্গে কাজ করাটা খুব আনন্দের হবে। কেননা, একটি চলচ্চিত্রে তাঁর কাছে যা প্রত্যাশা করা হয় তার চেয়েও বেশি তিনি দিয়ে থাকেন।”