বৈশাখে ‘রূপবান’

By স্টার অনলাইন রিপোর্ট
14 April 2018, 06:49 AM
UPDATED 14 April 2018, 12:55 PM

বাংলার লোককাহিনী অবলম্বনে তৈরি করা বিশেষ নাটক ‘রূপবান’ আজ পহেলা বৈশাখ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে।

‘রূপবান’ এর পরিকল্পনা করেছেন এসএম হারুন অর রশীদ, প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। নির্দেশনা ও নাট্যরূপ দিয়েছেন অনিমেষ আইচ।

নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজাদ আবুল কালাম, তুষার খান, ফারুক আহমেদ, ডা. এজাজ, শুভাশীষ ভৌমিক প্রমুখ।