উপস্থাপনায় ইমরান, তবে

By স্টার অনলাইন রিপোর্ট
22 April 2018, 07:45 AM
UPDATED 22 April 2018, 14:48 PM

গানের শিল্পীদের মধ্যে অনেকেই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। সেই তালিকায় এবার যোগ হলেন কন্ঠশিল্পী ইমরান। তবে তাঁর উপস্থাপনায় লাইভ অনুষ্ঠানটি প্রচারিত হবে রেডিওতে।

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “রেডিও টুডেতে সাপ্তাহিক একটি শো নিয়ে হাজির হবো আমি। আগামী ৪ মে থেকে অনুষ্ঠানটি শুরু হবে ‘ইমরানস লাইভ’ নামে।”

“এটিই আমার ক্যারিয়ারে প্রথম উপস্থাপনা। এর আগে কখনো টিভি বা রেডিও কোথাও উপস্থাপনা করিনি। ফেসবুক লাইভেও সচরাচর আসা হয় না আমার। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জন্য ভালোলাগার একটি বিষয় হবে আশা করছি,” যোগ করেন তিনি।

প্রতি শুক্রবার রাত ১১টা থেকে সরাসরি প্রচার করা হবে অনুষ্ঠানটি। একই সময়ে ফেসবুক লাইভে দেখা যাবে এটি।