অপূর্বের লেখা সব গান শুধু সাফাকে ঘিরে

By স্টার অনলাইন রিপোর্ট
23 April 2018, 11:48 AM
UPDATED 23 April 2018, 17:53 PM

গান লেখা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। তাঁর লেখা সব গান শুধু সাফাকে ঘিরে। তাঁর এই গান লেখায় অনুপ্রেরণা দিয়ে যান সাফা। তবে সেটি বাস্তবে নয়, একটি নাটকে।

সম্প্রতি, এমন গল্পের একটি নাটক নির্মিত হয়েছে- যেখানে একজন গীতিকবির চরিত্রে দেখা যাবে অপূর্বকে। স্নেহাশীষ ঘোষের গল্প এবং রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রযোজনা করেছেন জহিরুল ইসলাম সোহেল।

চলতি মাসেই সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘তোমার জন্য’ নাটকটি।

অপূর্ব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রথম যখন নাটকটির গল্প শুনি তখনই আমার কাছে দারুণ লেগেছে। প্রথমবারের মতো একজন গীতিকবির চরিত্রে অভিনয় করেছি। নতুনত্ব রয়েছে নাটকের গল্পে। এই নাটকে দর্শকরা আমাকে একটু ভিন্নভাবেই দেখতে পাবেন।”